ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পূণ্যার্থী হত্যার দায়ে ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
পূণ্যার্থী হত্যার দায়ে ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন ছবি: সংগৃহীত

ঢাকা: শিখ পূণ্যার্থীদের হত্যার দায়ে ভারতে ৪৭ পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। একই সঙ্গে পূণ্যার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ বছর আগে ১৯৯১ সালে দেশটির উত্তর প্রদেশে ‘সাজানো’ বন্দুকযুদ্ধে ১০ শিখ ধর্মাবলম্বীকে হত্যার দায়ে বিচারক এ আদেশ দেন।

মঙ্গলবার (০৫ এপ্রিল) স্থানীয় সংবাদের খবরে এ তথ্য জানানো হয়।

ওই মামলার প্রসিকিউটার জানান, মামলার তদন্ত করে ঘটনার চার বছর পর ৫৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়। তবে বিচার চলাকালীন ১০ জন পুলিশ মারা যান।

১৯৯১ সালে উত্তর প্রদেশের লখনৌর পিলিভিতে ১০ শিখ পূণ্যার্থীকে বাস থেকে নামিয়ে ‘বন্দুকযুদ্ধে’র নামে তিন ধাপে গুলি করে হত্যা করা হয়।

পরে তাদের জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।