ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে নিষিদ্ধ ইরানের এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
সৌদিতে নিষিদ্ধ ইরানের এয়ারলাইন্স ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের বেসরকারি এয়ারলাইন মাহান এয়ারকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় সোমবার (০৪ এপ্রিল) দিনগত রাতে রাজকীয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সৌদির নিরাপত্তা আইন ‘পদ্ধতিগতভাবে’ লঙ্ঘন করায় মাহান এয়ারকে নিষিদ্ধ করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম দেশটির বেসরকারি বিমান চলাচল কর্মকর্তা ইব্রাহিম মোরাদির বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে আকাশপথে সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ নেই। আফ্রিকায় প্লেন চলাচল অটুট রাখতে তারা এখন ভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করবেন।

গত জানুয়ারিতে সুন্নি অধ্যুষিত সৌদি আরবে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর দেশটির সঙ্গে শিয়া অধ্যুষিত ইরানের সম্পর্কের অবনতি ঘটে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মাহান এয়ারকে নিষিদ্ধ করায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শীতল হয়ে পড়বে।

এর আগে ২০১১ সালে ইরানি রেভোল্যুশনারি গার্ড ও হিযবুল্লাহকে সহায়তার অভিযোগে মার্কিন অর্থবিভাগ মাহান এয়ারের ওপর নিষেজ্ঞা আরোপ করে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।