ঢাকা: ইউরোপের বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষে ‘যুদ্ধবিরতি’র প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওই অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আজারবাইজান এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি।
মঙ্গলবার (০৫ এপ্রিল) নাগারনো-কারাবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা গুলি বন্ধের নির্দেশ দিয়েছি। যুদ্ধবিরতির প্রক্রিয়া চলছে।
তবে একইদিন এ দাবি উড়িয়ে দিয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির কোনো তথ্য তাদের কাছে নেই।
গত ২ এপ্রিল স্থানীয় সময় দিনগত রাতে নাগারনো-কারাবাখে সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিন আজারবাইজানের প্রতিরাক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি হেলিকপ্টার থেকে আর্মেনীয় সেনাদের ছোড়া গুলিতে তাদের ১২ সেনা নিহত হয়েছেন।
আর আর্মেনিয়ার প্রেসিডেন্ট সারজে সারকিসিয়ান ওই সংঘর্ষে তার দেশের ১৮ সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-মার্ক আয়রল্ট উভয়পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, শক্তি দিয়ে এ সংঘাত নিরসনের কোনো উপায় নেই।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আরএইচ