ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
ব্রাজিলে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলে একটি ভবনের গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।

বুধবার (০৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়।

খবরে বলা হয়, বুধবার ব্রাজিলের ফাযেনদা বোটাফোগো এলাকায় পেডরো জোরিও সড়কের কাছে অবস্থিত একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।