ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাশার বাহিনীর প্লেন ফেলল আল-নুসরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বাশার বাহিনীর প্লেন ফেলল আল-নুসরা

ঢাকা: সিরিয়ায় বাশার আল-আসাদ বাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে জঙ্গি সংগঠন আল-নুসরা। সেই সঙ্গে প্লেনটির পাইলটকে ধরে নিয়ে গেছে তারা।

 

মঙ্গলবার (০৫ এপ্রিল) আলেপ্পো প্রদেশের আল-এইস শহরে প্লেনটি ভূপাতিত করা হয় বলে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষন সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি সূত্রও বিষয়টি জানিয়ে বলেছে, আল-নুসরার জঙ্গিরা ভারী মেশিনগান দিয়ে গুলি করে প্লেনটি ভূপাতিত করেছে এবং এর পাইলটকে ধরে নিয়ে গেছে।

গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার বাশার সরকার ও বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হয়েছে, তার মধ্যে আল-নুসরা ফ্রন্ট ছিল না।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।