ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের অশান্ত শ্রীনগরের এনআইটি ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
ফের অশান্ত শ্রীনগরের এনআইটি ক্যাম্পাস ছবি: সংগৃহীত

ঢাকা: ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের শ্রীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে আধাসামরিক বাহিনী নামানো হয়েছে।

 

মঙ্গলবার (০৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এরপরই অশান্ত হয়ে ওঠে এনআইটি ক্যাম্পাস।

পুলিশের দাবি, পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে মিছিল করে ক্যাম্পাসের প্রধান ফটক অতিক্রমের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের থামানো জরুরি হয়ে পড়ে। কিন্তু মারমুখি শিক্ষার্থীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ পরিপ্রেক্ষিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মিছিলরত শিক্ষার্থীরা তেরঙা বহন করছিলেন।

এর আগে গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে পড়ায় কাশ্মিরের কয়েকজন শিক্ষার্থী আনন্দ প্রকাশ করলে তাদের বেধড়ক মারধর করে ভারতীয় শিক্ষার্থীরা। এ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে সে সময়। তবে মঙ্গলবারের মিছিলে কাশ্মিরের কোনো শিক্ষার্থী ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।