ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রবল ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
পাকিস্তানে প্রবল ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭১ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে গত তিনদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।   এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিন শতাধিক বাড়িঘর।

বুধবার (০৬ এপ্রিল) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৪৮ জনই দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিবাসী। তাদের অধিকাংশই মাটি ধসে নিহত হয়েছেন। এছাড়া গিলগিত-বালতিস্তান প্রদেশে ১৫ জন ও এজেকে প্রদেশে নিহত হয়েছেন আটজন।

এদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নদী তীরবর্তী অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএইচএস/আরএইচ

** পাকিস্তানে প্রবল ঝড়ে নিহত ১১
** খাইবারে ভূমিধসে ৩০ জনের মৃত্যু
** পাকিস্তানে প্রবল ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
** পাকিস্তানে ঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।