ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৩৪ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে একটি ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৫।
শুক্রবার (০৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির আলকোয়ার্দি-ই কিরান ওয়া মুনজান এলাকা থেকে ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
টিআই