ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আল-রাই ছিনিয়ে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। আর এ জয় আলেপ্পো পুনরুদ্ধারে জ্বালানি যোগাবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (০৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, টানা কয়েকদিন ব্যাপক লড়াইয়ের পর আল-রাই ছিনিয়ে নেয় বিদ্রোহীরা। আর এতে করে এই পথে তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য সহায়তার রুটটি নিরাপদ হলো।
এদিকে, রাজধানী দামেস্কের পূর্বে দুমেইর শহরের পাশে অবস্থিত সিমেন্ট কারখানা থেকে অপহৃত কর্মীদের এখনো কোনো সন্ধান মেলেনি। গত সোমবার (০৪ এপ্রিল) কারখানাটিতে হামলা চালায় আইএস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন সেখানকার আড়াইশ কর্মী।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
আরএইচ