ঢাকা: ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে অভিযান আরও কার্যকর করতে এবার পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
স্নায়ুযুদ্ধের সময়কার এ বোমারু বিমানটি শনিবার (৯ এপ্রিল) কাতারের মধ্য দিয়ে ইরাক ও সিরিয়ার আকাশে পাঠানো হয়।
চার্লস ব্রাউন বলেন, এই বোমারু বিমান আইএসের বিরুদ্ধে লড়াইরত পশ্চিমা জোট বাহিনীর আকাশপথের আক্রমণের শক্তিকে আরও বাড়াবে।
আফগানিস্তানে পশ্চিমাদের যুদ্ধের সময় ২০০৬ সালে সবশেষ উড়েছিল এই বি-৫২। তারপর থেকে এটি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রাখা হয়। শনিবার বোমারু বিমানটিকে পাঠানো হলো সিরিয়া-ইরাকের আকাশসীমায়।
তবে, ঠিক কতোটি বি-৫২ পাঠানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে, সংবাদমাধ্যম বলছে, বি-৫২ এর মতো অত্যাধুনিক বোমারু বিমান পাঠানোর অর্থ যুক্তরাষ্ট্র আইএস প্রসঙ্গে নতুন কোনো কৌশল নিয়ে এগোচ্ছে সিরিয়া-ইরাকে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এইচএ/