ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
রাশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার স্টাভরোপলে অবস্থিত একটি পুলিশ স্টেশনে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। অবশ্য এতে ওই দুই হামলাকারী ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১১ এপ্রিল) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, প্রাথমিকভাবে এই আত্মঘাতী বোমা হামলায় কত জন হামলাকারী অংশ নিয়েছে তা জানা না গেলেও দু’টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, স্টাভরোপল এলাকায় অবস্থিত ওই চেকপোস্ট পার হওয়ার সময় হামলা চালায় প্রথম হামলাকারী। এর পরই আরেকটি হামলা চালায় অপর হামলাকারী। এ ঘটনার পর সেখানে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।