ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় কার বোমা বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
সোমালিয়ায় কার বোমা বিস্ফোরণে নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি কারে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

তবে প্রাথমিকভাবে বোমা বিস্ফোরণের সুর্নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

 

সোমবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র আবদিফাত্তাহ ওমর হ্যালেনে জানান, শহরের স্থানীয় সরকারের হেডকোয়ার্টারের সামনে পার্কিং থাকা অবস্থায় কারটিতে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে দুইজন স্কুল শিক্ষার্থী রয়েছে।

তাৎক্ষণিকভাবে এই হামলার কেউ দায় শিকার করেনি। তবে জঙ্গি সংগঠন আল-কায়দা ও আল শাহাব এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর আগে তারা বহুবার এমন হামলার ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।