ঢাকা: তিন বছর ধরে আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলছে সংঘাত। মারা পড়ছে হাজার হাজার মানুষ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অপুষ্টি, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের প্রদাহ আর ডায়রিয়ায় মারা পড়ছে বেশিরভাগ শিশু। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার বিপদসীমা ছাড়িয়ে গেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় (ওসিএইচএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে প্রতি ছয় শিশুর একজন অপুষ্টিতে ভুগছে।
আফ্রিকার এ দেশটিতে ২০১৩ সালে শুরু হওয়া প্রাণঘাতী সংঘাতে এখন পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। এছাড়া পঁচিশ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে রয়েছেন বলে জানিয়েছে ওসিএইচএ।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আরএইচ