ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় শিশুদের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়িয়েছে আফ্রিকার মধ্য উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম।
মঙ্গলবার (১২ এপ্রিল) জাতিসংঘের শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা জানিয়েছে, বোকো হারাম তাদের আত্মঘাতী হামলাগুলোর তিন চতুর্থাংশ ক্ষেত্রেই শিশুদের ব্যবহার করেছে।
জাতিসংঘ বলছে, ২০১৪ সালে চারজন শিশুকে দিয়ে হামলা চালানো শুরু করলেও পরের বছর অর্থাৎ ২০১৫ সাল এবং চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৪৪ জন শিশুকে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করেছে বোকো হারাম।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আইএ/আরআই