ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটারদের কাছে পৌঁছাতে এবার অনলাইনে মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
ভোটারদের কাছে পৌঁছাতে এবার অনলাইনে মমতা ছবি: সংগ্রহীত

ঢাকা: সরাসরি ভোটারদের কাছে পৌঁছাতে এবার অনলাইনে সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে থাকার কথা রয়েছে মমতার।

পশ্চিমবঙ্গবাসীরা সব রকম প্রশ্ন করার সুযোগ পাবেন মমতাকে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই ফেসবুক পোস্টে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ফেসবুকে যে কোনো প্রশ্নের খোলাখুলি জবাব দিতে প্রস্তুত আছেন মমতা। তবে সময় মাত্র ৩০ মিনিট।

তবে একে নতুন রাজনৈতিক ভাওতাবাজি হিসেবে উল্লেখ করেছে রাজ্যের বিরোধী দলগুলো।

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, যারা প্রশ্ন করতে চান, তারা এতো কম সময়ে প্রশ্ন করার সুযোগ পাবেন কিনা সন্দেহ রয়েছে। কিন্তু যদি সত্যিই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পাওয়া যায় তবে তা বিশাল একটি বিষয় হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।