ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ করলো বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ করলো বোকো হারাম

ঢাকা: দুই বছর আগে চিবক শহর থেকে অপহরণ করা ২৭৬ জন স্কুলছাত্রীর কয়েকজনের ভিডিও প্রকাশ করেছে নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম।

 

ভিডিওটি গত ডিসেম্বর মাসে ধারণ করা হয়েছে এবং পরে নাইজেরীয় সরকারকে পাঠানো হয়েছে।

এতে ১৫ ছাত্রীকে দেখানো হয়েছে, যারা নিজেদের দুই বছর আগে অপহৃত স্কুলছাত্রী বলে পরিচয় দিয়েছে। কয়েকজনের বাবামাও নিজেদের সন্তানকে শনাক্ত করেছেন।

দীর্ঘদিন অপহৃত ওই স্কুলছাত্রীদের কোনো খোঁজখবর না পেয়ে ধারণা করা হচ্ছিল, তারা আর বেঁচে নেই।

২০১৪ সালের ১৪ এপ্রিল বর্নো অঙ্গরাজ্যের চিবক শহরে হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। এ সময় ওই শহরে অবস্থিত একটি সরকারি বোর্ডিং স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় তারা।

অপহরণের পরপরই বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই নাইজেরিয়া ও প্রতিবেশি রাষ্ট্রগুলোর বাহিনী সম্মিলিতভাবে অপহৃতদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছে। সেই সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার নেতৃত্বে বেশ কয়েকজন সেলিব্রেটি শুরু করেছেন সামাজিক প্রচারণা। হ্যাশট্রাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’।

এতো কিছু সত্ত্বেও অপহৃত ওই স্কুলছাত্রীদের বেশিরভাগই এখনো নিখোঁজ।

এদিকে, অপহৃত শতাধিক শিক্ষার্থীর পরিবারের সদস্যরা নাইজেরিয়ার রাজধানী আবুজায় পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েদের সন্ধান ও উদ্ধারে সরকারের কাছে আরো তৎপরতার দাবিতে তারা এ পদযাত্রা করবেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।