ঢাকা: ষষ্ঠ ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের হোনশু দ্বীপ। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।
এর আগে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিট থেকে ৬টা ৪২ মিনিট পর্যন্ত পরপর পাঁচটি ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশু। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। সর্বশেষটি আঘাত হানে বাংলাদেশ সময় ৯টা ৩ মিনিটে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূকম্পনগুলোর কেন্দ্র ছিল মাশিকি শহর থেকে সাত মাইল পূর্বে ভূপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আরএইচ
** জাপানে পরপর ৫টি পৃথক ভূমিকম্প