ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ঢাকা: উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। তবে এ পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর জন্মবার্ষিকী উপলক্ষে এ পরীক্ষা চালায় সুং এর নাতি দেশটির বর্তমান প্রধান কিম জং উং সরকার।

এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা ‍জানালেও এর ধরন ও পাল্লা সম্পর্কে জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র।

ব্যর্থ হলেও উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।