ঢাকা: ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় রাজ্যের সাতটি জেলায় মোট ৫৬টি আসনে রোববার (এপ্রিল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় থেকে লাইনে দাঁড়িয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ৫৫ আসনে, বিজেপি ৫৩, কংগ্রেস ২৩ ও বামফ্রন্ট ৩৪ আসনে প্রার্থী দিয়েছে।
দার্জিলিংয়ের শিলিগুড়িতে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য।
সংবাদমাধ্যম বলছে, রাজ্যের উত্তরাঞ্চলীয় পাহাড়ি জেলা দার্জিলিংয়ের তিন আসন কালিম্পং, দার্জিলিং ও কুরসেংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) প্রার্থীদের সঙ্গে তৃণমূল প্রার্থীদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
এর আগে প্রথম দফায় ৪ এপ্রিল ও ১১ এপ্রিল মোট ৪৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী ধাপগুলোর ভোট অনুষ্ঠিত হবে ২১, ২৫, ৩০ এপ্রিল এবং ৫ মে।
নির্বাচনের ফলাফল ১৯ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন।
এছঅড়া আসামে গত ৪ ও ১১ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমএ/