ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে রকেট হামলায় নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
তুরস্কে রকেট হামলায় নিহত ৪ ছবি-সংগৃহীত

ঢাকা: সিরীয় সীমান্তের পাশে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিলিস শহরের একটি হাসপ‍াতাল ও শিক্ষকদের ডরমিটোরিতে রকেট হামলায় চারজন নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে আটজন।

সোমবার (১৮ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ( আইএস) নিয়ন্ত্রণাধীন। বিগত কয়েক সপ্তাহ ধরে আইএস দফায় দফায় সেখানে হামলা চালিয়েছে। এই হামলাটিও আইএস চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী বলছে, পাঁচটি রকেট কিলিস শহরে অবতরণ করে। পরে সেখান থেকে হাসপাতাল ও শিক্ষক ডরমিটোরিতে হামলা চালানো হয়। এ সময় গুলির ঘটনাও ঘটে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।