ঢাকা: ইকুয়েডরে প্রলয়ঙ্করী ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জনে। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২০ এপ্রিল) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইকুয়েডরের ইতিহাসের স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পের ছোবলে গৃহহীন হয়ে পড়েছেন হাজার-হাজার মানুষ। খাবার ও পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। ওই দিন ভূমিকম্পের পরপরই ইকুয়েডরের ছয়টি রাজ্যে সুনামি সতকর্তা জারি করা হয়েছিলো।
শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ইকুয়েডরের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে। এর অবস্থান ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের কিছুক্ষণ পর আরও দু’টি কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
টিআই/আরআই
** মৃত্যুর মিছিলে জীবিতদের খুঁজতে অভিযান অব্যাহত
**ইকুয়েডরে নিহতের সংখ্যা বাড়ছেই, উদ্ধার অব্যাহত
**ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৩
**ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৭, আহত ৫৮৮