ঢাকা: ভূমধ্যসাগরে গত সপ্তাহের জাহাজডুবিতে ৫০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
গত ১৬ এপ্রিল ভূমধ্যসাগর থেকেই উদ্ধার ৪১ জনের কাছ থেকে তথ্য পেয়ে এ আশঙ্কা করছে সংস্থাটি।
ইউএনএইচসিআর’র কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংস্থাটি বলছে, ভয়াবহ ওই মানবিক বিপর্যয় ইতালি এবং লিবিয়ার মধ্যকার জলসীমায় ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, উদ্ধার ওই ৪১ জনের মধ্যে ৩৭ জন পুরুষ, তিন জন নারী ও একটি ৩ বছর বয়সী শিশু রয়েছেন। ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করে বণিকদের একটি জাহাজ। তাদের গ্রিসের পেলোপোনেস উপদ্বীপের কালামাতায় পৌঁছে দেওয়া হয়। এদের মধ্যে ২৩ জন সোমালি, ১১ জন ইথিওপিয়ান, ছয় মিশরীয় ও এক সুদানি রয়েছেন।
অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেওয়া নিয়ে ইউরোপে তর্ক-বিতর্কের মধ্যে নতুন করে এ বিপর্যয়ের খবর সেখানকার নেতাদের ফের ভাবনার বিপাকে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এইচএ/