ঢাকা: যুক্তরাষ্ট্রের ওহাইওতে একই পরিবারের আটজনকে গুলি করে হত্যার পর এবার জর্জিয়া অঙ্গরাজ্যে পাঁচজনকে গুলি করে মেরেছে বন্দুকধারীরা।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের দু’টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সংবাদমাধ্যম জানায়, প্রথমে অ্যাপলিং এলাকায় তিনজনকে গুলি করা হয়। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এই ঘটনাস্থলের এক মাইল দূরে গুলি করে মারা হয় আরও দু’জনকে।
ভেরনন কলিন্স নামে একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, পাঁচটি মরদেহই জর্জিয়ার তদন্ত অধিদফতরে নেওয়া হচ্ছে।
এই হত্যাকাণ্ড অজ্ঞাত বন্দুকধারীদের বলে ধারণা করা হচ্ছে। তবে, তাদের ধরতে অভিযান চলছে বলে জানান কলিন্স।
এর আগে, ওহাইওতে মাথায় গুলি করে একই পরিবারের আটজনকে হত্যা করে সন্দেহভাজন এক বন্দুকধারী। রাজ্যের পূর্বাঞ্চলীয় সিনসিনাতি থেকে ১৩০ কিলোমিটার দূরে পিক কাউন্টির প্রত্যন্ত আপ্পালাচিয়ান মাউন্টেন এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এইচএ/
**যুক্তরাষ্ট্রে গুলি করে একই পরিবারের ৮ জনকে হত্যা