ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার গৃহযুদ্ধে ঝরেছে ৪ লাখ মানুষের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
সিরিয়ার গৃহযুদ্ধে ঝরেছে ৪ লাখ মানুষের প্রাণ জাতিসংঘের বিশেষ কূটনীতিক স্টেফান দে মিস্তুরা

ঢাকা: সিরিয়ার পাঁচ বছরব্যাপী গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ মানুষের প্রাণ ঝরেছে। এ যুদ্ধে ‍আহত বা পঙ্গু হয়েছে আরও লাখ লাখ মানুষ।

আর বাস্তুহারা হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য-অগণিত সিরিয়ান।

এ আনুমানিক পরিসংখ্যান দিয়েছেন জাতিসংঘের বিশেষ কূটনীতিক স্টেফান দে মিস্তুরা। শুক্রবার (২২ এপ্রিল) একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।

তার এই পরিসংখ্যান জাতিসংঘের আনুষ্ঠানিক না হলেও স্টেফান বলেন, আমার মতে এই পাঁচ বছরে ৪ লাখ সিরীয় মারা গেছে। দু’বছর আগে এই সংখ্যা ছিল আড়াই লাখ।

বিভিন্ন এলাকায় সশস্ত্র সংগঠনগুলোর হুমকিতে প্রবেশ করতে পারেন না জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর কর্মীরা। সে কারণে কোন এলাকায় ঠিক কয়জনের প্রাণহানি হয়েছে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। প্রাণহানির বর্তমান যে সংখ্যাটা বলা হচ্ছে, তা সিরিয়ার সরকার ও সশস্ত্র সংগঠনগুলোরই দেওয়া।

এরমধ্যে শনিবারই (২৩ এপ্রিল) সিরিয়াজুড়ে ৩০ জনের প্রাণহানি হয়। যারমধ্যে আলেপ্পো শহরেই নিহত হয় ১২ জন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet