ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সেনা পাঠাচ্ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
সিরিয়ায় সেনা পাঠাচ্ছেন ওবামা

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে সিরিয়ায় আরও আড়াই’শ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ওবামা বলেন, সিরিয়ার স্থানীয় যোদ্ধাদের সহায়তার জন্য আরও ২৫০ সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে থাকবে স্পেশাল ফোর্সের সদস্যও। আইএসের বিরুদ্ধে লড়তে স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ দেবে তারা।

এদিকে সিরিয়ায় এই সেনাদের মোতায়েন করা হলে সেখানে মোট মার্কিন সেনার সংখ্যা দাঁড়াবে ৩০০ জনে। এর আগে গত বছর সিরিয়ায় ৫০ জন সেনা পাঠায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়:১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet