ঢাকা: সিরিয়া সীমান্তে হামলার সময় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের ৮ সদস্যকে আটক করেছে তুর্কি বাহিনী।
সোমবার (২৫ এপ্রিল) গাজিয়ানটেপ প্রদেশের কিলিস শহরের কাছাকাছি সীমান্তে তাদের আটক করা হয়।
আইএসে’র ওই হামলায় একজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভতোগলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একই সঙ্গে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও জার্মান চ্যাঞ্চেলর আঙ্গেলা মার্কেল তুরস্কে এ ধরনের হামলা বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমএ/