ঢাকা: ভারি বর্ষণে আফ্রিকার দেশ কেনিয়ায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার (৩০ এপ্রিল) দেশটির রাজধানী নাইরোবিতে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, ধসে পড়া ভবনে এখনও অনেকে আটকা আছেন। তবে এ সংখ্যা কতো তা নিশ্চিত করে জানা যায়নি।
পুলিশ প্রধান জাপেথ কম্মে বলেন, এ পর্যন্ত ১২১ জনকে উদ্ধার করা হয়েছে।
‘অতি বৃষ্টির কারণে নাইরোবিতে কমপক্ষে ১৪জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভবন ধসে সাতজন মারা যান। আর চারজনের মৃত্যু হয়েছে দেয়াল ধসে। ’
সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনা কবলিত ভবনটি কয়তলা তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। কেউ বলছে, তা সাত তলা আবার অনেকেই এটিকে ছয় তলা বলে ধারণা করছেন।
এদিকে ভারি বর্ষণের কারণে নাইরোবি ও এর আশপাশের বিভিন্ন এলাকার ঘর-বাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
কেনিয়া রেডক্রসে’র কর্মকর্তারা জানাচ্ছেন, বৃষ্টিতে নাইরোবি শহরে একহাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে গেছে।
‘ভবন ধসের বিষয়টি তদন্ত করে দেখা হবে’ বলে জানিয়েছেন দেশটির জাতীয় নির্মাণ কর্তৃপক্ষের সভাপতি স্টিভেন অন্ডো।
নাইরোবির গভর্নর জোনাথন মউকে বলেন, ‘অতিবৃস্টির কারণে ভবন ধসের ঘটনা ঘটেছে। এরপরও কোনো নির্মাণ ত্রুটি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে। ’
**নাইরোবিতে ভবন ধস, উদ্ধার অভিযান সেনাবাহিনী
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমএ/