ঢাকা: গ্রিন জোন অতিক্রম করে ইরাকের জাতীয় পতাকা বহন করে প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিয়ে বাগদাদের পার্লামেন্টে ঢুকে পড়েছে সরকার বিদ্রোহীরা। শনিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
প্রথমবারের মতো সরকার বিদ্রোহীরা নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে সংরক্ষিত ওই এলাকায় ঢুকে পড়ায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীরা যেখানে ঢুকেছে সে এলাকায় বেশির ভাগ মন্ত্রী ও বিদেশি দূতাবাসের কার্যালয় অবস্থিত।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবেলায় (আইএস) ব্যর্থতা, অর্থনৈতিক সংকট ও তেলের দাম নিম্নমুখী হওয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে সরকার বিদ্রোহীরা।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
টিআই