ঢাকা: দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেনিজুয়েলা দূতাবাসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, উদ্ধার কাজে অংশ নেওয়া ভেনিজুয়েলার একটি দল মেনুয়েল ভাসকুইজ নামে ওই বৃদ্ধকে উদ্ধার করে।
গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
মেনুয়েল ভাসকুইজকে উদ্ধারের বিষয়ে সংবাদমাধ্যম জানায়, মানাবি প্রদেশে একটি ভবনের নিচ থেকে আওয়াজ পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে ৭২ বছর বয়সী ভাসকুইজকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল ভূমিকম্পের তৃতীয় দিন ধ্বংসস্তূত থেকে এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইলে ফোন করে তার মাকে জীবিত থাকার বিষয়টি জানান। এরপর উদ্ধারকর্মীরা পোর্তোভিয়ো শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে।
**মৃত্যুর মিছিলে জীবিতদের খুঁজতে অভিযান অব্যাহত
**ইকুয়েডরে নিহতের সংখ্যা বাড়ছেই, উদ্ধার অব্যাহত
**ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৩
**ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৭, আহত ৫৮৮
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেডএস