ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে অসুস্থ আরও ১০ জন মারা গেছেন। এ ঘটনায় ৫ শিশুসহ মোট ৩৩ জন মারা গেলেন।
রোববার (০১ মে) জেলা পুলিশ প্রধান মুহাম্মদ আলী জিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।
স্থানীয় ওমর হায়াৎ বলেন, গত ১৭ এপ্রিল ছেলের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টির দোকান থেকে সাড়ে চার কেজি মিষ্টি কিনে আনেন হুসাইন নামে এক ব্যক্তি। ওই মিষ্টি খেয়ে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে মারা যান পাঁচজন। ওই ব্যক্তিসহ গুরুতর অসুস্থ হন আরও ৭৭ জন।
পরে হুসাইন, তার এক বোন ও সাত ভাইসহ মারা যান ১৮ জন। বর্তমানে আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আখতার বলেন, মিষ্টির দোকানের দুই মালিক এবং এক কর্মকর্তাকে ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে।
কেমিকেল পরীক্ষা করে দেখা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই ৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট ৫২ জন ওই মিষ্টি খেয়েছিলো। পুলিশ তদন্ত করছে কি প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করা হয়েছিলো, যোগ করেন আখতার।
** জন্মদিনের মিষ্টি কেড়ে নিলো ২৩ প্রাণ
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মে ০১, ২০১৬
এটি