ঢাকা: যুদ্ধ বিদ্ধস্ত ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের এক সেনাকে হত্যা করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বুধবার (০৪ মে) যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নিহত ওই সেনার নাম চার্লি কিয়েটিং। তিনি ইরাকের কুর্দি পেশমেরগা যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন।
খবরে আরও বলা হয়, মঙ্গলবার (০৩ মে) সকালে ইরাকের মসুল শহরে আইএসের সঙ্গে কুর্দি পেশমেরগা যোদ্ধাদের লড়াইয়ে নিহত হন ওই মার্কিন সেনা।
২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানে এ নিয়ে তিনজন মার্কিন সেনা নিহত হলেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএইচএস/আরআই