ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরলেন ক্যাসিচ, দূর ট্রাম্পের পথের শেষ কাঁটাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ৫, ২০১৬
সরলেন ক্যাসিচ, দূর ট্রাম্পের পথের শেষ কাঁটাও

ঢাকা: ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে শেষ পর্যন্ত মনোনয়ন লাভের দৌড় থেকে সরেই দাঁড়ালেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জন ক্যাসিচ।

বুধবার (মে ০৪) যুক্তরাষ্ট্রের কলম্বাসে সমর্থকদের সামনে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্যাসিচ।

রিপাবলিকান প্রাইমারিতে ক্যাসিচ শুধুমাত্র তার নিজের রাজ্য ওহাইয়োতে জয়লাভ করেছিলেন। তবে তার প্রত্যাশা ছিলো জুলাইয়ের রিপাবলিকান কনভেনশনে হয়তো তিনি মূল ধারার রিপাবলিকান লবির সহায়তা পাবেন।

কিন্তু সর্বশেষ ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে ট্রাম্পের কাছে গোহারা হেরে শেষ পর্যন্ত নির্বাচন লড়ার আশা পরিত্যাগ করলেন তিনি।

অপরদিকে সর্বশেষ ইন্ডিয়ানার প্রাইমারি জেতায় ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন লাভ এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে।

ক্যাসিচের আগে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজও মনোনয়ন লাভের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

টেড ক্রুজের সরে দাঁড়ানোর পর ক্যাসিচই ছিলেন ট্রাম্পের পথের একমাত্র কাঁটা। ধারণা করা হচ্ছিলো, উদারপন্থি রিপাবলিকান হিসেবে রিপাবলিকান পার্টির মূলধারার সমর্থন লাভ করতে সক্ষম হবেন তিনি।   তবে উপযুক্ত নির্বাচনী তহবিলের অভাব এবং জয়লাভের কোনো আশা না থাকায় শেষ পর্যন্ত নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে হলো ক্যাসিচকে।

অবশ্য একে একে সব প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ালেও নির্বাচনে রিপাবলিকান দলের পূর্ণ সমর্থন নিশ্চিত নয় ট্রাম্পের। ইতোমধ্যেই বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জানিয়ে দিয়েছেন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন করবেন না তারা।

সাউথ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, যদি আমরা ট্রাম্পকে মনোনীত করি তবে আমরা ধ্বংস হয়ে যাবো।

এদিকে ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্যাসিচের নাম  রিপাবলিকান মহলে ভেসে বেড়ালেও তা গ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে রেখেছেন ক্যাসিচ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।