ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার, ৬ দিন পর !

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৫, ২০১৬
ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার, ৬ দিন পর !

ঢাকা: কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ছয়দিন পর এবার এক নারীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৩ মে) ওই একই ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দেড় বছরের একটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (০৫ মে) দেশটির স্থানীয় একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের এক ঊর্ধতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৪৭ মিনিটে ওই আটকে পড়া নারীকে উদ্ধার করা হয়।  

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নাইরোবির হুরুমা জেলায় অবস্থিত ছয়তলা ওই ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন এবং ১৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। ভবন ধসের ঘটনায় এখনো অনেকে নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির উদ্ধারকর্মীরা।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এ ভবনধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।  

সম্প্রতি ইকুয়েডরেও ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।