ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ৫, ২০১৬
ছত্তিশগড়ে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে ব্রিজের রেলিঙ ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। এ দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৩ জন।

আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৫ মে) পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বুধবার (৪ মে) রাতে ছত্তিশগড়ের বলরামপুর জেলার দালধোয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১৩ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় নারীসহ ৩ জনের মৃত্যু হয়।

গুরুতর আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রায়পুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার জানান, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই সেতুর রেলিঙ ভেঙে নিচের নদীতে পড়ে যায় বাসটি।

ব্যক্তিমালিকানাধীন বাসটি ছত্তিশগড়ের রায়পুর থেকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধওয়া যাচ্ছিলো।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং হাসপাতালে  যান ও আহতদের চিকি‍ৎসার খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/কেআরএম

** মোটরসাইকেলকে বাঁচাতে প্রাণ গেল ১৩ বাসযাত্রীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।