ঢাকা: বর্তমান সময়ে ই-মেইল আইডি ছাড়া জীবন-যাপন যেন ভাবাই কঠিন। কেননা মেইল আইডিতে সংরক্ষিত থাকে মূল্যবান পাসওয়ার্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব নথি।
বৃহস্পতিবার (০৫ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা হোল্ড সিকিউরিটি’র এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংস্থার প্রধান অ্যালেক্স হোল্ডেন জানান, প্রায় ২৮ কোটি মেইল অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড, ই-মেইল আইডি ও ওয়েবসাইট নিয়ে ব্যবসা চালাচ্ছে হ্যাকাররা। তার দাবি রাশিয়ার আন্ডার ওয়ার্ল্ডের হ্যাকাররা এ কাজ করছে।
হ্যাকাররা ওইসব মেইল আইডি বিক্রি করছে ১ ডলারেরও কম দামে। হ্যাকড হওয়া ই-মেইল আইডিগুলোর মধ্যে গুগল, ইয়াহু, মাইক্রোসফট ও রাশিয়ার জনপ্রিয় মেল সার্ভিস মেইল আরইউও রয়েছে বলেন জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/টিআই