ঢাকা: ভারতের বিহারে শেষকৃত্যানুষ্ঠানের খাবার খেয়ে ১১০ জন অসুস্থ হয়েছেন। তবে অসুস্থদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
বৃহস্পতিবার (০৫ মে) বিহারের মাধিপুরা জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় প্রাইমারি হেলথ সেন্টার সূত্রে জানা যায়, রূপাউলি পঞ্চায়েতে সুখান শর্মা নামে এক ব্যক্তির নিমন্ত্রণে শেষকৃত্যানুষ্ঠানে শতাধিক মানুষ অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের খাবর বিতরণ করা হয়। সেই খাবার খেয়ে প্রায় ১১০ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় খাবারের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা।
সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মদিনের বিষাক্ত মিষ্টি খেয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন আরও ৭৭ জন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/টিআই