ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বান্ধবীকে সাহায্য করায় প্রাণ গেলো কিশোরীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ৫, ২০১৬
বান্ধবীকে সাহায্য করায় প্রাণ গেলো কিশোরীর

ঢাকা: বান্ধবীকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করায় গ্রাম্য সালিশের রায় অনুযায়ী নিজেকে পুড়ে প্রাণ দিতে হয়েছে ১৬ বছরের এক পাকিস্তানি কিশোরীকে। সম্প্রতি পাকিস্তানের অ্যাবোটাবাদের মাকল গ্রামে এ ঘটনা ঘটেছে।



বৃহস্পতিবার (০৫ মে) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, মাকল গ্রামের কাউন্সিলরের আহ্বানে ১৫ সদস্যের একটি বিচারক প্যানেল ওই কিশোরীকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেয়।  

সে নির্দেশ অনুযায়ী, কিশোরীকে পরিত্যক্ত ঘর থেকে একটি গাড়ির পেছনের আসনে বসানো হয়। পরে গাড়িটি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।  

এ ঘটনায় ওই কিশোরীর মাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কিশোরীকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন দেশটির ঊর্ধতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।