ঢাকা: সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্ক সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় নারী ও শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।
বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে ওই হামলার ঘটনা ঘটেছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি পিছিয়ে যাওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো। ফলে এ হামলার জন্য সরকারি সেনারা বিদ্রোহীদের দায়ী করছে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের সারমাদা শহরে হামলাটি চালানো হয়েছে। এতে অর্ধশত মানুষ আহত হয়েছেন। ’
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
টিআই