ঢাকা: কঠোর সমালোচনা, প্রতিবাদ ও বিক্ষোভের মুখে গ্রিসের পার্লামেন্টে কর ও অবসরভাতা পুনর্গঠন প্যাকেজ পাস করা হয়েছে। এতে প্রতিবাদ ও বিক্ষোভকারীদের মধ্যে আরও বেশি ক্ষোভ দেখা দিয়েছে।
পার্লামেন্টে এই প্যাকেজ পাস হওয়ার জন্য ভোটাভুটির আগে রাজধানীর এথেন্সে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ ব্যাপক বিক্ষোভ-সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমাও ছুড়েছেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
বিতর্কিত এই নীতি বাস্তবায়ন করতে পারলে গ্রীস আন্তর্জাতিক বেইলআউট সিস্টেমের কিস্তির (ইন্সটলমেন্ট) অর্থ পাবে। এ নিয়ে সোমবার (০৯ মে) ইউরোজোন অর্থমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
গ্রিসের ধসে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যে ‘বেইলআউট’ প্রকল্প নেওয়া হয় সে অর্থের পরিমাণ প্রায় পাঁচ ৫ বিলিয়ন ইউরো।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, টেকসই অর্থনীতির জন্য সামাজিক ন্যায্যতার মূলনীতি হিসেবে বিলটির (প্যাকেজ) লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য পেনশনভোগীদের প্রাপ্ত অর্থ থেকে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ অর্থ কর্তন করা হবে।
দেশটির ট্রেড ইউনিয়নগুলো বলছে, এমন সমালোচনার মুখে এই নীতি বাস্তবায়ন গ্রিসের পক্ষ সম্ভব হবে না।
এদিকে, এথেন্সের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতেও অবসরভাতা ও কর পুনর্গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল হয়েছে। এই নীতির প্রতিবাদে এথেন্সে বিগত কয়েকদিন থেকেই বিক্ষোভ-মিছিল হয়।
গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য জনবিরোধী এই নীতি কতটা ফলপ্রসূ হবে, নাকি জনরোষ আরও ছড়িয়ে পড়বে, তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৬
টিআই