ঢাকা: প্রতিদিনই বিভিন্ন স্থানে নতুনভাবে ছড়িয়ে পড়ছে কানাডার আলবার্টা প্রদেশের দাবানল। আর এ দাবানল ঠেকাতে দেশটিতে ওয়াটার বোম্বার এবং অগ্নিনির্বাপক বিশেষজ্ঞদল পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া।
রাশিয়ার জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়কমন্ত্রী ভ্লাদিমির পুচকভ গত সপ্তাহে কানাডাকে এ প্রস্তাব দেয়।
সোমবার (০৯ মে) কানাডার একটি স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: আরও ভয়ংকর হয়েছে কানাডার দাবানল
রোববার (০৮ মে) কানাডায় অবস্থিতে রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানান, কানাডার দাবানল ঠেকাতে এখনো প্রস্তুত রাশিয়া। তারা শুধুমাত্র অনুমতির অপেক্ষায় রয়েছেন।
এদিকে কানাডার আলবার্টা প্রদেশের ম্যাকমেরিতে আটদিন ধরে লাগাতার দাবানল আরও ভয়ংকর আকার ধারণ করেছে। আগুনে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ বাড়ি ভস্মীভূত হয়েছে।
এছাড়া দাবানল ক্রমেই পার্শ্ববর্তী সাসকাচুয়ান প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির দমকল বাহিনীর কর্মীরা শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
আরএইচএস