ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ফেসবুক’র কাছে হারলো চীনের ‘ফেস বুক’

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৬
‘ফেসবুক’র কাছে হারলো চীনের ‘ফেস বুক’

ঢাকা: ব্র্যান্ড নেম ধরে রাখার লড়াই বা ট্রেডমার্ক যুদ্ধে চীনের ‘ফেস বুক’ নামে একটি প্রতিষ্ঠানকে হারিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

 

ঝংশান পার্ল রিভার নামে একটি কোম্পানির ব্র্যান্ড নেম ‘ফেস বুক’ করার আবেদন সম্প্রতি নাকচ করে দিয়েছেন বেইজিংয়ের আদালত।

ওই আদালত সূত্রের বরাত দিয়ে সোমবার (৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জান‍ায়।

সংবাদমাধ্যমে বলা হয়, ২০১৪ সালে ‘ফেস বুক’ নামটি ট্রেডমার্ক হিসেবে পেতে আবেদন করে ঝংশান পার্ল রিভার। ক’দিনের জন্য নামটি ব্যবহারের অনুমতিও পেয়ে যায় কোম্পানিটি।

তবে সম্প্রতি বেইজিংয়ের আদালত কোম্পানিটির সেই সুযোগ অবৈধ ঘোষণা করে। আদালত বিষয়টিকে নৈতিক মূলনীতির লঙ্ঘন বলেও রায়ে আখ্যা দেন।

যদিও এই রায়ের পেছনে ফেসবুকের কোনো মামলা ছিলো কিনা তা জানাতে পারেনি সংবাদমাধ্যম।

এর আগে, ট্রেডমার্ক যুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ‘আইফোন’কে হারিয়ে দেয় বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান জিনটং টিয়ান্ডি। এই জয়ের ফলে জিনটং টিয়ান্ডি তাদের তৈরি পণ্যের ব্র্যান্ড নেম হিসেবে ‘আইফোন’ ব্যবহার করছে।

চীনে অনেক আগে থেকেই বন্ধ রয়েছে ফেসবুক। তবে সম্প্রতি চীনে ফেসবুকের ওপর বেইজিংয়ের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে খবর ছড়ায়। এরই কিছুদিনের মধ্যে ট্রেডমার্ক যুদ্ধে জিতে গেল ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৬
আরএইচএস/এইচএ/

**ট্রেডমার্ক যুদ্ধে ‘হারলো’ অ্যাপল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।