ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভিয়েতনাম ও জাপান সফরকালে ঐতিহাসিক হিরোশিমায় যেতে পারেন।
মঙ্গলবার (১০ মে) হোয়াইট হাউজের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এশিয়ার ১০ম তম সফর হিসেবে বারাক ওবামা চলতি মাসের ২১ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে ভিয়েতনাম ও জাপান সফর করবেন। এ সময়
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে তিনি হিরোশিমা শহর ভ্রমণ করতে পারেন।
এদিকে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দেশটি সফর করবেন ওবামা। এছাড়া জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও শিনজো আবের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নামে পরমানবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। আর এ বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় দেড় লাখ মানুষ মারা যান। এছাড়া ওই বোমা এতটাই বিষাক্ত ছিলো যে, এখন পর্যন্ত হিরোশিমা এলাকায় শিশু জন্ম নিলে শিশুটির কোনো না কোনো শারীরিক সমস্যা থাকে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৬
আরএইচএস/এসএইচ