ঢাকা: ফিলিপাইনে গত ৯মে অনুষ্ঠিত হয়ে গেলো দেশটির প্রসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন রডরিগো দুর্দাতে।
সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মদের বিরুদ্ধে অনেকটা অ্যাকশনে নেমেছেন দেশটির নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।
বুধবার (১১ মে) রডরিগোর মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
রডরিগোর মুখপাত্র জানান, জনসম্মুখে মদ পানে নিষেধাজ্ঞা জারির প্রস্তাবনা দিয়েছেন রডরিগো। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত মদ জাতীয় পানীয় বিক্রি বন্ধের নির্দেশনা দিতে যাচ্ছেন তিনি।
এদিকে দেশটিতে ‘দ্য পানিশার’ নামে খ্যাত রডরিগোর এ প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেছে দেশটির জনগণের মধ্যে। বিষয়টিতে অনেকে ক্ষুব্ধ হলেও অনেকে বলছেন এর জন্যই তারা তাকে ভোট দিয়েছেন।
নির্বাচনে ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে দেশটির ১৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ৭১ বছর বয়সী রডরিগো। তিনি ফিলিপাইনের সাবেক প্রসিকিউটর এবং দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের ২২ বছরেরও বেশি সময় ধরে মেয়র হিসেবে ছিলেন।
প্রেসিডেন্ট হলে ছয়মাসের মধ্যে দেশ থেকে মাদকপাচার এবং দুর্নীতি দূর করবেন ঘোষণা দিয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৬
আরএইচএস/আরআই