ঢাকা: অপহরণ হওয়ার তিন বছর পর দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি।
বুধবার (১১ মে) হায়দার গিলানিকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আফগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ছেলের খোঁজ মিললো
বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার (১০ মে) সকালে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে আফগান ও মার্কিন সেনারা যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এর আগে ২০১৩ সালের ৯ মে পাকিস্তানের মুলতান এলাকা থেকে অপহৃত হন আলী হায়দার গিলানি। আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন তাকে অপহরণ করেছিলো।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
আরএইচএস/আরআই