ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ জন। নিহতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।
বৃহস্পতিবার (১২ মে) দেশটির হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দেশটির হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১১ মে) সকালে শিয়া অধ্যুষিত বাণিজ্যিক ওই এলাকার একটি জনবহুল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনার কিছুক্ষণ পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে সদর সিটির বাজারে জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
টিআই