ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ জন। নিহতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

এ ঘটনায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১২ মে) দেশটির হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১১ মে) সকালে শিয়া অধ্যুষিত বাণিজ্যিক ওই এলাকার একটি জনবহুল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এ ঘটনার কিছুক্ষণ পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সদর সিটির বাজারে জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।