ঢাকা: ভারতে ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে ঝাড়খণ্ডে স্থানীয় একটি সংবাদভিত্তিক চ্যানেলের প্রতিবেদক অখিলেশ প্রতাপ সিংকে হত্যার পর শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় বিহারে হত্যা করা হয়েছে হিন্দিভাষী দৈনিক হিন্দুস্তানের ব্যুরোপ্রধান রাজদেব রঞ্জনকে।
ঝাড়খণ্ড ও বিহারের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। দুই রাজ্যের কর্মকর্তারাই জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযানে রয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম জানায়, সন্ধ্যায় বিহারের সিওয়ান জেলার রেলওয়ে স্টেশনে একেবারে কাছ থেকে দু’টি গুলি করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক রাজদেবকে। এরমধ্যে একটি গুলি লাগে তার মাথায় এবং একটি বুকে। তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও মৃত্যু হয় রাজদেবের।
এর আগে, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের ছত্র জেলায় নিজের বাড়ির কাছে পঞ্চায়েত অফিসের পাশে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক অখিলেশ প্রতাপকে।
অখিলেশ ও রাজদেব হত্যাকাণ্ডে দুই রাজ্যের সরকারের তরফ থেকেই নিন্দা ও শোক জানানো হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে তাগাদা দেওয়া হয়েছে প্রশাসনকে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এইচএ/