ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের সঙ্গে বোকো হারামের সংশ্লিষ্টতা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
আইএসের সঙ্গে বোকো হারামের সংশ্লিষ্টতা রয়েছে

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

শনিবার (১৪ মে) সংস্থাটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

এ দু’টি জঙ্গি সংগঠনকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ২০১৫ সাল থেকে দু’টি সংগঠনের সম্পর্ক তৈরি হয়েছে। তারা পশ্চিম ও মধ্য আফ্রিকার মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ অব্যাহত রেখেছে।

বোকো হারাম জঙ্গিরা লিবিয়াতে আইএসের সঙ্গে একত্রে যুদ্ধ করছে বলেও দাবি করেন মার্কিন এক কর্মকর্তা।

বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।