ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিমের দ্বীপ সুমাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটির দক্ষিণ পশ্চিমে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
রোববার (১৫ মে, শনিবার দিনগত) বাংলাদেশ সময় রাত ১টা ৫২ মিনিট ১১ সেকেন্ডের মাথায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে যার অবস্থান ১০ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে কারণ মূল শহরের এর মাত্রা ছিল খুবই কম।
ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প দেখা দেয়। ২০০৪ সালে সুমাত্রায় সুনামিতে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হন।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আইএ