ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ঢাকা: দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ জেলার একটি জনাকীর্ণ এলাকায় ট্রাক-রিকশার সংঘর্ষে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) সকালে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ দুর্ঘটনার কথা জানানো হয়।

পুলিশ কর্মকর্তা এ রামালু জানান, নিহতদের সবাই রিকশার যাত্রী। শনিবার রাতে আদিলাবাদে রিকশায় করে  একটি মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। শহরটি রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ থেকে ২৭০ কিলোমিটার (১৭০ মাইল) উত্তরে অবস্থিত।

তিনি বলেন, নিহতদের মধ্যে ৮ জনই এক পরিবারের সদস্য। যাদের বেশির ভাগই ইটভাটা শ্রমিক। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, সড়ক দুর্ঘটনা ভারতে নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই এ ধরনের ঘটনায় বহু মানুষের মুত্য হয়।

বেপরোয়া ড্রাইভিং, গাড়ির ঠাসাঠাসি, অরক্ষিত সড়ক ও ত্রুটিপূর্ণ যান চলাচলের কারণে ভারতে প্রতি বছর ২ লাখ ৪০হাজার মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।