ঢাকা: দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে এগুচ্ছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো দুর্দাতে।
দেশটিতে ‘দ্য পানিশার’ নামে খ্যাত এই প্রেসিডেন্ট এবার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ সন্ত্রাসীদের সরাসরি গুলি করতে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন: প্রকাশ্যে মদপানের বিরুদ্ধে এগুচ্ছেন ‘দ্য পানিশার’
চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত দেশটির নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত হন তিনি। নির্বাচনের পর সাংবাদিকদের কাছে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।
সোমবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে রডরিগো জানান, দেশে আবারো সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবস্থা চালু করা হবে। সেই সঙ্গে সুসংগঠিত সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিদের ও গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেয়া হবে নিরাপত্তা বাহিনীকে।
এর আগে সম্প্রতি দেশটিতে জনসম্মুখে মদ পানে নিষেধাজ্ঞা জারির প্রস্তাবনা দেন রডরিগো।
আগামী ৩০ জুন থেকে প্রেসিডেন্ট হিসেবে কার্যালয়ে বসবেন রডরিগো দুর্দাতে। এর পরেই তার এই ঘোষণাগুলো কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আরএইচএস